হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনে শেখ সুজাতের পক্ষে বিএনপির গণমিছিল
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়াকে মনোনয়নের দাবিতে শনিবার বিকেলে নবীগঞ্জ শহরে গণমিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্বপন রবি দাস হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়াকে মনোনয়নের দাবিতে শনিবার বিকেলে নবীগঞ্জ শহরে গণমিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিকেল চারটার দিকে শহরের গোল্ডেন প্লাজাস্থ উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুনবাজার মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। মিছিলে পাঁচ থেকে সাত হাজার নেতাকর্মীর অংশগ্রহণের দাবি করেছেন আয়োজকরা।
পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী এবং পরিচালনা করেন ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব। বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সাদিকুর রহমান শিশু, সাবেক চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চৌধুরী, বিএনপি নেতা আব্দুল বারিক রনি, মোর্শেদ আহমদ, হারুনুর রশীদ হারুন, ওলামা দলের সভাপতি মাওলানা শুয়েব আহমেদ চৌধুরী, মহিলা দলের সভানেত্রী শ্যামলা বেগম এবং সাহেদুল ইসলাম চৌধুরী রিপন প্রমুখ।
বক্তারা বলেন, শেখ সুজাত মিয়া দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে বিএনপিকে সুসংগঠিত করেছেন। নবীগঞ্জ-বাহুবলের জনগণের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক রয়েছে। তাঁকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে দলীয় প্রার্থী করার দাবি জানান তাঁরা।
সভায় বক্তারা ২০১৮ সালের নির্বাচনে ড. রেজা কিবরিয়াকে মনোনয়ন দেওয়ার পর বিএনপির স্থানীয় নেতাকর্মীদের ওপর হামলা ও মামলা দায়েরের ঘটনারও সমালোচনা করেন। তাঁদের দাবি, জনগণ ও তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে “বহিরাগত বা হাইব্রিড প্রার্থী” মনোনীত হলে তা স্থানীয়ভাবে গ্রহণযোগ্য হবে না।

গণমিছিলকে কেন্দ্র করে বিকেল জুড়ে নবীগঞ্জ শহরে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগানে সরব পরিবেশ দেখা যায়। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, হবিগঞ্জ-১ আসনে প্রার্থী মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরে চলমান আলোচনায় এ কর্মসূচি নতুন মাত্রা যোগ করেছে।



