রাজশাহীতে ভয়ংকর ক্রিস্টাল মেথ আইস মাদকসহ এক মাদক ব্যবসায়ী নারী গ্রেফতার
রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথ আইস ও ফেন্সিডিল এবং গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকষ দল (ডিএনসি) রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথ আইস ও ফেন্সিডিল এবং গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী নারীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৮ জুন) দুপুর সাড়ে ৩ টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন সাতবাড়িয়া গ্রামে মাদক ব্যবসায়ী পারুল এর দোতলা বাড়িতে অভিযান চালিয়ে শয়নঘরে ট্রাংকের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ক্রিস্টাল মেথ আইস ৫০ গ্রাম ও ১০ বোতল ফেন্সিডিল এবং ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন: রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন সাতবাড়িয়া গ্রামের বাবু আলীর স্ত্রী পারুল খাতুন (৩৪) এবং পারুল খাতুনের স্বামী বাবু (৩৭) পলাতক।
রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের (ক সার্কেল) এর পরিদর্শক রায়হান আহমেদ খান জানান,গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। আজ শুক্রবার রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন সাতবাড়িয়া গ্রামে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী পারুলের দোতলা বাড়ির শয়নঘরে ট্রাংকের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ক্রিস্টাল মেথ আইস ৫০ গ্রাম ও ১০ বোতল ফেন্সিডিল এবং ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী পারুলকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং পারুল খাতুনের স্বামী বাবু (৩৭) পলাতক রয়েছে তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে