চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আরও ৮ জন আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে নতুন করে আরও ৮ জন আক্রান্ত হয়েছেন গতকাল শনিবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে নতুন করে আরো ৮ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জনের দেহে ডেঙ্গু জ্বর শনাক্ত হয়েছে।
নতুন করে আক্রান্তদের মধ্যে ২ জনের বাড়ি সদর উপজেলার মহারাজপুর, ১ জনের কমলাকান্তপুর, ১ জনের হরিপুর, ১ জনের বেলতলা ও ১ জনের মহাডাঙ্গা এবং ২ জন ভোলাহাট উপজেলার। এদের একজন বজরারটেকের ও একজনের বাড়ি ঝাউবনা গ্রামে।
গতকাল শনিবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল শুক্রবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৪৭ জন এবং একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ৩২১ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ২৬৬ জন পুরুষ এবং ৫৫ জন নারী রয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৭ জন, শিবগঞ্জে ৫ জন, ভোলাহাটে ৪ জনসহ জেলায় মোট ২৬ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ২০ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।