দর্শনায় নাশকতা মামলায় আটক-৫
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি সহ ৫ জনকে আটক করেছে পুলিশ
মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি সহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর গ্রামের মইনুদ্দিনের ছেলে এবং নাশকতা মামলার আসামি আব্দুল কুদ্দুস (৫৯), জয়নগর গ্রামের খবির উদ্দিনের ছেলে সুজন (৩২), ঈশ্বরচন্দ্রপুর গ্রামের জসিম হোসেনের ছেলে সজীব (৩৭), বেগমপুর বাঙালপাড়া এলাকার আমিরুলের ছেলে শাহীন (৪০) ও রামনগর গ্রামের মাহাতাবুদ্দিনের ছেলে মাহফুজুর রহমান সুমন (৩৫)।পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আব্দুল কুদ্দুস, সুজন মিয়া, সজীব, শাহিন ও মাহফুজুর রহমান সুমন কে আটক করে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা সহ অন্য আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
আসামিদেরকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।




