সশস্ত্র বাহিনী তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি-স্বরাষ্ট্র উপদেষ্টা

সশস্ত্র বাহিনীর সদস্যদের তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন

সশস্ত্র বাহিনী তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি-স্বরাষ্ট্র উপদেষ্টা
সংগ্রহীত ছবি

সশস্ত্র বাহিনীর সদস্যদের তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘সশস্ত্র বাহিনী যেভাবে আছে, সেভাবেই মাঠে থাকবে। ৫০ ভাগ তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে কোনো আশঙ্কা নেই।

এর আগে, গত ৫ নভেম্বর এক ব্রিফিংয়ে সেনা সদরের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, ‘লম্বা সময় বাইরে থাকায় সেনা সদস্যদের প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা চাই, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সেনা সদস্যরা ব্যারাকে ফিরে আসুক

চাঁপাই প্রেস/সূত্র_কালের কন্ঠ