চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে এক কেজি ৯০০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় রিপন আলী (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জে এক কেজি ৯০০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় রিপন আলী (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয়মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান একমাত্র আসামির উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দণ্ডিত রিপন আলী চাঁপাইনবাবগঞ্জ শহরের ১৫ নং ওয়ার্ডের নতুন ইসলামপুর মিয়াপাড়া মহল্লার আব্দুল গফুরের ছেলে।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওয়াদুদ বলেন, ২০২১ সালের ৭ অক্টোবর বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলার মোড় নামক স্থানে সড়কের উপর র‌্যাব -৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প অভিযান চালায়। অভিযানে ১ কেজি ৯০০ গ্রাম হেরোইনসহ আটক হন রিপন। এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় রিপনকে একমাত্র আসামি করে মামলা করেন র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন। ২০২১ সালের ১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ওবাইদুল হক একমাত্র রিপনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।

৮ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানি শেষে আদালত বৃহস্পতিবার রিপন আলীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড.ইমরুল কায়েস।