নাসিরনগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদ্য ঘোষিত ১০১ সদস্য বিশিষ্ট বিএনপি'র পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা
সুজিত কুমার চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদ্য ঘোষিত ১০১ সদস্য বিশিষ্ট বিএনপি'র পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।
রবিবার ২২ডিসেম্বর ২০২৪ খ্রিঃ নাসিরনগর সরকারি কলেজ হল রুমে উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক কে এম বসির উদ্দিন তুহিন। ২০২৩ সালের ১৪ই জানুয়ারি কাউন্সিলের ভোটের মাধ্যমে এম এ হান্নান সভাপতি,কে এম বশির উদ্দিন তুহিন সাধারণ সম্পাদক ও এডভোকেট আলী আজম চৌধুরী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
দীর্ঘদিন পর গত ২৩ ০৯ ২০২৪ই নাসিরনগর উপজেলা বিএনপি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন জেলা বিএনপি কমিটির আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান ও জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
কমিটিতে সভাপতি ছাড়া ৯ জনকে সহ-সভাপতি,৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক,৩ জন সহ-সাংগঠনিক ৩৫ জন সম্পাদকীয় ও ৪৮ জনকে সদস্য করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। প্রকাশিত কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করা হয়।