খালেদা জিয়ার মৃত্যুতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের শোক
বিএনপির চেয়াপরপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

বিএনপির চেয়াপরপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্টের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে বিএরপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরেক রহমানসহ তার পরিবার এবং বিএনপির নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনের জন্য বেগম জিয়ার সংগ্রামের কথা স্মরণ রেখে শোককে শক্তিতে পরিণত করতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নের জন্য সংগ্রাম জারি রাখতে বিএনপির সকল নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্কাফী রতন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।সূত্র_কালের কন্ঠ




