চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলায় ১৫৬টি পুজামণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব

উৎসবকে সামনে রেখে জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়

চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলায় ১৫৬টি পুজামণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব

চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলায় ১৫৬টি পুজামণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। উৎসবকে সামনে রেখে জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

সভায় বক্তব্য দেন- পুলিশ সুপার মো. রেজাউল করিম, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, সেনাবাহিনীর কর্মকর্তা রাব্বি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম, জেলা তথ্য অফিসার আবদুল আহাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক শ্রী পলাশ দাস, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী স্বপন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক তরুণ সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের জেলা সভাপতি শ্রী বিধান ভট্টাচার্য, নাচোল পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশিষ কুমার চক্রবর্তী, শিবগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত দাস, গোমস্তাপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি সোচিন বর্মণ, ভোলাহাট পূজা উদযাপন পরিষদের সভাপতি আশুতোষ ঘোষ, বারঘরিয়া বাইশ পুতুল মন্দিরের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি পাল ও নারী নেত্রী গৌরী চন্দ সিতু।

সভায় জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, এবার প্রতিটি পূজামণ্ডপ এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে সুষ্ঠু এবং আনন্দঘন পরিবেশে পূজার আয়োজন করা হবে। তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। আর প্রতিটি মণ্ডপে সুসজ্জিত স্বেচ্ছাসেবক দল এবং আনসার সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তায় থাকবে। তিনি এজন্য আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে মন্দির কমিটির নেতাদের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন- বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার,জেলার বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ, পুরোহিত ও সুশীল সমাজের প্রতিনিধিরা।