চাঁপাইনবাবগঞ্জে মাদক বিক্রির অপরাধে ৭ জন গ্রেফতার
পৃথক ২টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়ের অপরাধে খুচরা মাদক ব্যবসায়ীর ২টি সংঘবদ্ধ সিন্ডিকেটের ৭ জন গ্রেফতার
গোপন সংবাদের ভিত্তিতে পৃথক ২টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়ের অপরাধে খুচরা মাদক ব্যবসায়ীর ২টি সংঘবদ্ধ সিন্ডিকেটের ৭ জনকে গ্রেফতার করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার ঢোরবোনার মৃত মঞ্জুর আলীর ছেলে মোঃ হেলাল উদ্দিন কার্টু (৩৫) ও মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ নুহু (৩৫), হরিনগরের মৃত মনিরুল ইসলামের ছেলে মোঃ আবুল খায়ের মীম (৩৫), মহারাজপুর চৌধুরী টোলার মৃত আসাদ মন্ডলের ছেলে মোঃ নাসির (৪৯) (মূলহোতা), রামচন্দ্রপুর হাট ম্যালবার পাড়ার মৃত ইউসুফ এর ছেলে মোঃ মতিন (৩৭), রামচন্দ্রপুর হাট পুরান পাড়ার মৃত বিশু মন্ডলের ছেলে মোঃ নাসরুল (৩৮) এবং কৃষ্ণগোবিন্দপুর কামারপাড়ার মৃত মঞ্জুর আলীর ছেলে মোঃ আনোয়ারুল ইসলাম (৪৩)।
এসময় গাঁজা-১০ (দশ) পুরিয়া, গ্যাস লাইটার-২টি, (গ) গাঁজা সেবনের কল্কি-০১টি, হেরোইন-০৮ পুরিয়া, গ্যাস লাইটার-১টি, (গ) হেরোইন সেবনের আংতা ২টি সহ মাদক সেবনের - যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
র্যাবের এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পেরর একটি অপারেশন দল ২০ আগস্ট রাত ১০টার দিকে চাঁপাইনবাগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানীহাটি বাজার এলাকা এবং চাঁপাইনবাগঞ্জ জেলার সদর থানাধীন রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাটের দিহির মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে ৭জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা এলাকার কুখ্যাত খুচরা মাদক ব্যবসায়ী সিন্ডিকেট।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর ও শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।