চাঁপাইনবাবগঞ্জে ৪৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো ৫৯ বিজিবি

২০২৩ সালের ১ মার্চ থেকে ২০২৪ সালের ৩০ মার্চ মোট ১ বছরে ১১৩ জন আসামীসহ আনুমানিক ৬৩ কোটি টাকার চোরাচালান দ্রব্য ও মাদক আটক করা হয়

চাঁপাইনবাবগঞ্জে ৪৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো ৫৯ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে জেলা সীমান্ত এলাকায় গত এক বছরে ৬৩ কোটি টাকার চোরাচালান দ্রব্য ও মাদক আটক করেছে ৫৯বিজিবি সদস্যরা। বর্ডার গার্ড বাংলাদেশ রহনপুর ব্যাটালিয়ন ৫৯বিজিবির দায়িত্বপূর্ন এলাকার ২০২৩ সালের ১ মার্চ থেকে ২০২৪ সালের ৩০ মার্চ মোট ১ বছরে ১১৩ জন আসামীসহ আনুমানিক ৬৩ কোটি টাকার চোরাচালান দ্রব্য ও মাদক আটক করা হয়।

গতকাল শনিবার (৩০মার্চ) বিকেলে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদর দপ্তরে আটককৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে এসব তথ্য জানান রহনপুর ব্যাটেলিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া। তিনি বলেন,বিজিবি মহাপরিচালক মহোদয় সীমান্ত দিয়ে অস্ত্র,মাদক চোরাচালান প্রতিরোধে প্রতিটি বিজিবি সদস্যকে সজাগ ও তৎপর থাকার নির্দেশ প্রদান করেছেন।

মহাপরিচালক মহোদয়ের সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত এলাকায় রহনপুর ব্যাটেলিয়ান ৫৯ বিজিবি সদস্যরা সীমান্তের সুরক্ষা পাশাপাশি, অত্যন্ত প্রতিকূল পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে মাদক নির্মূল অভিযান পরিচলনা করছে। এর ধারাবাহিকায় রহনপুর ব্যাটেলিয়ন ৫৯বিজিবি গত ২০২৩ সালের ১ মার্চ থেকে ২০২৪ সালের ৩০ মার্চ মোট ১ বছরে ১১৩ জন আসামীসহ আনুমানিক ৬৩ কোটি টাকার চোরাচালান দ্রব্য ও মাদক আটক করেছে।

ইতিমধ্যে শিবগঞ্জ ও ভোলাহাট থানায় বিজ্ঞ আদালতের আদেশে মাদক ধ্বংস করা হয়েছে। অবশিষ্ট মাদকদ্রব্য ৫৯বিজিবি প্রশিক্ষণ মাঠে ধ্বংস করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ফেন্সিডিল, বিদেশি মদ, ইয়াবা, হেরোইন, নেসা জাতীয় ইনজেকশন এবং ভারতীয় বিড়ি তৈরির মসলা উল্লেখযোগ্য বলে তিনি জানান। রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ১ বছরে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ২৩টি দেশী/বিদেশী পিস্তল,৩৯০ রাউন্ড গুলি এবং ৩৮ টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি অতিরিক্ত মহাপরিচালক রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান। তিনি বলেন,মাদকদ্রব্য শুধু মানুষকেই ধ্বংস করেনা পুরো জাতিকে ধ্বংস করে। মাদকের ভয়াল আগ্রাসন থেকে নতুন প্রজন্মকে রুখতে হবে।মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতনতা মূলক কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ,পুলিশ সুপার আবুল কালাম সাহিদ,বিজিবি ৫৯ ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক ইমরুল কায়েস ও ব্যাটেলিয়নের সহকারী পরিচালক বেলাল হোসেন।