নওগাঁয় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদ করায় হুমকি: নিরাপত্তাহীনতায় কৃষকরা

নওগাঁর মান্দা উপজেলার "বিলমান্দা হাড়কিশোর" মৌজাতে প্রায় ১৮একর কবুলিয়াত ও ডিসিআরকৃত কৃষকের ধানের জমি জবর দখলের চেষ্টার অভিযোগ

নওগাঁয় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদ করায় হুমকি: নিরাপত্তাহীনতায় কৃষকরা

এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার "বিলমান্দা হাড়কিশোর" মৌজাতে প্রায় ১৮একর কবুলিয়াত ও ডিসিআরকৃত কৃষকের ধানের জমি জবর দখলের চেষ্টার অভিযোগে বুধবার (০৮ জানুয়ারি) ওমর আলী মাষ্টারের সভাপতিত্বে দেউল-দূর্গাপুর মোড়ে কৃষকরা মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে মানববন্ধন করেন।

ভুক্তভোগীদের মানববন্ধনের প্রেক্ষিতে গত শুক্রবার (১০ জানুয়ারি ) ডাঃইকরামুল বারী টিপু তার বাসায় সংবাদ সম্মেলন করে জমি দখলের বিষয়টি অস্বীকার করেন । সেই সাথে কৃষকদের মানববন্ধনের নিউজ কভার করায় প্রকৃত পেশাদার ও প্রথম শ্রেণীর পত্রিকার সাংবাদিকদের হলুদ সাংবাদিক উল্লেখ করেন তিনি। এর পরদিন শনিবার ডাঃ ইকরামুল বারীর অনুসারীরা (১১জানুয়ারি) বাদলঘাটা স্কুল বাজার এলাকাতে ভূমিহীনদের মাঝে সরকারি জমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।

ভুক্তভোগী কৃষক ও স্থানীয়রা জানান, ডাঃ ইকরামুল বারী টিপুর নেতাকর্মীরা সহযোগী অধ্যাপক এনামুল হকের নেতৃত্ব বিভিন্ন এলাকা থেকে লোকজন নিয়ে এসে বাদলঘাটা স্কুল বাজার এলাকাতে মানববন্ধন করে কৃষকদের হুশিয়ারি করে দেন। মূলত পেশী শক্তির জানান দিতে বিএনপি নেতার নির্দেশে দখলবাজরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বলে জানান ভুক্তভোগী কৃষকরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিএনপি নেতা ডাঃ ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে কৃষকদের মানববন্ধনের পর থেকে বিভিন্ন মাধ্যমে তাদেরকে প্রাণনাশের হুমকি অব্যহত রেখেছে তার অনুসারীরা। প্রাণ ভয়ে দিশেহারা হয়ে কৃষকরা গত রবিবার (১২ জানুয়ারি) নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর নিজেদের দখলীয় দীর্ঘ ২৪ বছরের কবুলিয়াত ও ডিসিআরকৃত জমি রক্ষাসহ বিএনপি নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ ও নিজেদের নিরাপত্তার জন্য আকুল আবেদন করেছেন। এর আগে উপজেলা প্রশাসন, ভূমি অফিস থানাসহ বিভিন্ন জায়গাতে ধর্ণা দিয়েও অঙ্গাত কারণে কোন পদক্ষেপ গ্রহণ করেননি তারা।

কৃষক ওমর আলী,বাহার আলী মো.সাত্তারসহ অন্য কৃষকরা বলেন, নিজেদের ফসলী জমি রক্ষা ও প্রাণ ভয়ে জেলা বিএনপির আহ্বায়ক/ সদস্য সচিব,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রেসক্লাব,সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন জায়গাতে অনুলিপি দিয়ে বিষয়টি অবহিত করা হয়েছে। তবে আমাদের নানাভাবে ভয়-ভূতি ও হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন। এতে করে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আশা করছি বিএনপির মতন একটি বড় দল থেকে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হবে। জমি দখলের জন্য আমাদের নাম বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত করে দিচ্ছেন তারা। এমন পরিস্থিতি থেকে পরিত্রান পেতে আমরা রাজনৈতিক নেতা,প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি ।

স্থানীয় মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ বলেন, ডাঃ ইকরামুল বারীর টিপু প্রথম শ্রেণীর জাতীয় গণমাধ্যম গুলোর সাংবাদিকদের হলুদ বলায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নেতার পক্ষে নিউজ হলে ভাল আর বিপক্ষে গেলে হলুদ বলতে পারেনা। বিগত দিন গুলোতে আমাদের সব নিউজ শেয়ার করেছেন তিনি। সাংবাদিক কারো কেনা গোলাম না। অন্যায় দেখলে সাংবাদিকদের কলম চলবে।

এ বিষয়ে মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটি সদস্য ডা:ইকরামুল বারী টিপু বলেন- জমি দখলের বিষয়ে আমার কোনো কিছু জানা নেই। একটি পক্ষ আমার বিরুদ্ধে নানাভাবে ভাবমূর্তি ক্ষুন্ন করতে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। অভিযোগগুলো সঠিক নয়। আপনারা নিউজ করলে করতে পারেন। তাতে কিছু যায় আসেনা।

নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ বলেন, মান্দার কৃষকদের পাঠানো একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।