শান্তি নিবিড় পাঠাগারের উদ্যোগে বিনামূল কোরআন বিতরণ
আজ মঙ্গলবার সকাল ১০ পরে পরিপূর্ণ ভাবে কোরআন শিক্ষা শেষে বিনা মূল্যে ১টি করে কোরআন ১৬ জনের হাতে তুলে দেওয়া সহ একজন অসহায় পরিবারকে এক বান্ডিল-টিন দেওয়া হয়
 
                                শিবগঞ্জ প্রতিনিধিঃ আজ মঙ্গলবার সকাল ১০ পরে পরিপূর্ণ ভাবে কোরআন শিক্ষা শেষে বিনা মূল্যে ১টি করে কোরআন ১৬ জনের হাতে তুলে দেওয়াসহ একজন অসহায় পরিবারকে এক বান্ডিল-টিন দেওয়া হয় ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শান্তি নিবিড় পাঠাগার প্রতিষ্ঠাতা পরিচালক নাহিদ উজ্জামান প্রধান অতিথি বক্তব্য রাখেন রাধাকান্তপুর ডিগ্রী কলেজে প্রভাষক সাদিকুল ইসলাম,
বিশেষ অতিথি :সাবেক সভাপতি চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন ও সদস্য জেলা স্বেচ্ছাসেবী প্লাটফর্ম চাঁপাইনবাবগঞ্জ। মোঃ আখতারুজ্জামান সিহাব
বিশেষ অতিথি জেলা মজলিসে সূরা সদস্য ও শিবগঞ্জ পৌরসভা শাখার সেক্রেটারি বিশিষ্ট সমাজ সেবক তারুণ্যের অহংকার ও শিবগঞ্জ পৌরসভার "মেয়র পদপ্রার্থী "জননেতা মুহাম্মাদ আব্দুর রউফ ভাই, পৌরসভার সহকারী সেক্রেটারি হাফেজ শামীম রেজা ,
জালমাছমারী ইসরাইল মোড়ের জুম্মার মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল মালেক , লাগাদ পাড়া মসজিদের ইমাম আব্দুল কাদের,পাঠাগারের সভাপতি কালাম আলী, সেকেটারি খাদিমুল ইসলাম হেলাল খান
সহআরো অন্যান্য ব্যক্তিবর্গ প্রমুখ। অতিথি বিন্দুদের সাথে নিয়ে ১টি করে কোরআন উপহার তুলে দেওয়া হয় নাহিদ উজ্জামান বলেন শান্তি নিবিড় পাঠাগার থেকে কোরআন শিক্ষার আয়োজন সহ বিভিন্ন সামাজিক কাজে ও অবদান রেখেছেন ।
 
                        



 
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
 
    
 
    
 
    
 
    
 
    
                                        
                                     
    
 
    
 
    
 
    
