নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উদ্যোগে নওগাঁ জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রাণবন্ত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উদ্যোগে ১৩ তারিখ শনিবার রাত ৮টায় নওগাঁ জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রাণবন্ত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নওগাঁ জেলা শাখার সভাপতি বারীউল আলম বাবু এবং জাসাস নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক এস.কে.এম ইকবাল। এছাড়াও জেলা জাসাস এর কর্মী সহ উপস্থিত সাংস্কৃতি প্রেমী জনতা।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), জাতীয়তাবাদী দল বিএনপির অংঙ্গসংগঠন। এই সংগঠন বা সংস্থা মূলত জাতীয়তাবাদী আর্দশে বাংলাদেশের জাতি,ধর্ম বর্ণ নির্বিশেষে সংস্কৃতিকে ধারণ করে সাংস্কৃতির মাধ্যমে মানুষের মাঝে পৌছে দেওয়া। সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) প্রতিষ্ঠার পর থেকে এমন কার্যক্রম করে আসছে।

এবার নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উযযাপিত হয়। তার’ই ধারাবাহিকতায় নওগাঁ জেলা শাখা সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উদ্যোগে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে স্থানীয় ও অতিথি শিল্পীবৃন্দ দেশাত্মবোধক,আধুনিক ও লোকসংগীত পরিবেশন করেন। উপস্থিত দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে এমন প্রাণবন্ত সংগীত উপভোগের মধ্যদিয়ে করতালিতে উৎসাহিত করেন শিল্পীদের।