চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ'র নবনির্মিত ভবন উদ্বোধন করলেন কৃষি সচিব

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ'র নবনির্মিত ভবন উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ'র নবনির্মিত ভবন উদ্বোধন করলেন কৃষি সচিব

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ'র নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে রহনপুর বাজারে তিনি এই ভবনের উদ্বোধন করেন। এর আগে মহানন্দা নদী থেকে সেচের পানি উত্তোলনের প্রকল্প পরিদর্শন করেন তিনি। এছাড়াও বিকেলে উপজেলার মচকৈল এলাকায় কৃষকদের সাথে মতবিনিময় করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব মো. তরিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো আল মামুনুর রশীদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সিসহ স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।