চাঁপাইনবাবগঞ্জে এন্টি টেররিজম ইউনিটের অভিযানে ৪ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

অনলাইন জুয়া প্লাটফর্ম পরিচালনাকারী এবং অবৈধ ই-ট্রানজেকশন এর মাধ্যমে প্রতারণা চক্রের মাস্টার এজেন্টসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)

চাঁপাইনবাবগঞ্জে এন্টি টেররিজম ইউনিটের অভিযানে ৪ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

অনলাইন জুয়া প্লাটফর্ম পরিচালনাকারী এবং অবৈধ ই-ট্রানজেকশন এর মাধ্যমে প্রতারণা চক্রের মাস্টার এজেন্টসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) আ্যডিশনাল এসপি মোছা: কানিজ ফাতেমার নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ২৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার রহনপুর পৌরসভার রহমতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন প্রতারণা চক্রের ১ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃত হলেন রিফাত হোসেন কমল (২৫), পিতা- মো: তপন ইসলাম, গ্রাম- রহমতপাড়া (০৩ নং ওয়ার্ড), রহনপুর পৌরসভা,থানা: গোমস্তাপুর, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।

পরবর্তীতে আসামী রিফাত হোসেন কমল এর দেওয়া তথ্য মতে একই এলাকা থেকে মো: মোমেনুল ইসলাম (২৩) এবং আরএমপি, রাজশাহীর রাজপাড়া থানা এলাকার নবাবগঞ্জ ঘোষপাড়া এলাকা থেকে নিতাই প্রসাদ চৌহান (৩০), পিতা: শ্রী লক্ষন প্রসাদ চৌহান, নবাবগঞ্জ ঘোষপাড়া (০৪নং ওয়ার্ড) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত (১) এবং (২) নং আসামীর দেওয়া তথ্য মতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার রহনপুর পৌরসভার ইসলামনগর এলাকা থেকে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনাকারী মাস্টার এজেন্ট (৪) মোঃ রবিউল ইসলাম টিপু (২৬) কে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার রহনপুর পৌরসভার (০২ নং ওয়ার্ড) থেকে গ্রেফতার করা হয়।

আসামী রবিউল ইসলাম টিপুর দেয়া তথ্যমতে আসামী নিজেসহ অনলাইন জুয়া পরিচালনাকারী সুপার এজেন্ট গ্রুপের চার সদস্য আতিক হাসান @ মানিক এর বাসায় নিয়মিত অবস্থান করে সেখান থেকে সকলের সাথে যোগাযোগের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনা করত। তার দেয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ১৫নং লয়লাভাঙ্গা ইউপির ধূলাউড়ি মোহদীপুর গ্রামে অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ আতিক হাসান @ মানিক, মো: আব্দুল করিম, মো: আনোয়ার হোসাইন, বাবুল ইসলাম দৌড়ে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে এন্টি টেররিজম ইউনিটের অভিযান পরিচালনাকারী দল অনলাইন জুয়া পরিচালনা এবং অনলাইন অবৈধ ই- ট্রানজেকশন এর কাজে ব্যবহৃত ৪ (চার) টি স্মার্ট মোবাইল ফোন, ২ (দুই) টি বাটন মোবাইল ফোন, ১০ (দশ) টি সিমকার্ড এবং জুয়ার হিসাব নিকাশের কাজে ব্যবহৃত ৬ টি খাতা জব্দ করেছে। এছাড়া পলাতক আসামী মোঃ আতিক হাসান @ মানিক এর শয়নকক্ষ হতে ৩ টি স্মার্ট মোবাইল ফোন, ২ টি বাটন মোবাইল ফোন, ৭ টি সিমকার্ড, ভারতীয় মুদ্রার নোট, জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত ৪ টি হিসাবের খাতা এবং ৪ টি বাংলাদেশী পাসপোর্ট জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ একটি সংঘবদ্ধ চক্র হিসেবে বিভিন্ন অনলাইন অ্যাপস এবং জুয়া সাইট ব্যবহার করে জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে অনলাইনে জুয়া খেলায় উদ্ব্দ্ধু করে মোবাইল আর্থিক সেবা (নগদ, বিকাশ, রকেট) ও ব্যাংক এ্যাকাউন্ট ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন এর মাধ্যমে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে হাতিয়ে নিয়েছে।

গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে, তারা গত মাসে প্রায় কোটি টাকার উপরে অবৈধ ই-ট্রানজেকশন করেছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ভূয়া রেজিস্ট্রেশন এর মাধ্যমে অন্যের পরিচয় ব্যবহার করে প্রতারণার জন্য ছদ্ম আইডি ব্যবহার, পরস্পর যোগসাজশে অনলাইন জুয়া পরিচালনার মাধ্যমে আইনানুগ কর্তৃত্ব বর্হিভূত অবৈধ ই-ট্রানজেকশন ও সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।